December 6, 2024
আন্তর্জাতিকটেকনোলজি

ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা

বেআইনিভাবে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করায় মেটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রায় দশ লাখ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে কোম্পানিটি বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করেছে বলে অভিযোগ।

সিউলের ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন জানিয়েছে, রাজনৈতিক মতবাদ, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত যৌন জীবন সম্পর্কিত তথ্য ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করেছে মেটা। অর্থাৎ অনুমতি ছাড়া এসব তথ্য সংগ্রহ করা বেআইনি।

মার্কিন এই প্রযুক্তি কোম্পানিটি দক্ষিণ কোরিয়ার নয় লাখ ৮০ হাজার ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে। এসব তথ্যের মধ্যে ধর্মীয় বিশ্বাস ও সমকামীতার ইস্যু রয়েছে।

কোরিয়ার পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, মেটা ব্যবহারকারীদের যে তথ্য সংগ্রহ করেছে তা নিশ্চিত হওয়া গেছে। প্রায় চার হাজার বিজ্ঞাপনদাতা এসব তথ্য ব্যবহার করছে বলেও জানানো হয়েছে।

কমিশন মঙ্গলবার (৫ নভেম্বর) জানায়, মেটাকে ১৫ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মেটা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার নেওয়া সিদ্ধান্তকে আমরা যত্নসহকারে পর্যালোচনা করবো।

দক্ষিণ কোরিয়ার সংস্থাটি জানায়, সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণের জন্য আইনি ভিত্তি স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও ডেটা অ্যাক্সেসের জন্য ব্যবহারকারীদের অনুরোধে আন্তরিকভাবে সাড়া দেওয়ার জন্য মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন: