ফুলতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ফুলতলা প্রতিনিধি
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠান গতকাল সোমবার দুপুরে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক অজয় চক্রবর্তী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিআইও মোঃ আশরাফ হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাইব হোসেন মুন্সী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হাসান ইমামুল হক, সদস্য হানিফ মোহাম্মদ ভুইয়া লাকি, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক গোলাম কিবরিয়া চৌধুরী, খান ইমরান আহমেদ, মোঃ মশিয়ার রহমান, সাঈদ কবির প্রমুখ। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা শিক্ষার্থীদেরকে আগুন নিয়ন্ত্রনের বিভিন্ন কলা কৌশলের মহড়া দেন।