ফকিরহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভোটার দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পুস্পেন কুমার শিকদার, সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত, যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত, ডাঃ শাহরিয়ার শামীম প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।