December 9, 2024
আঞ্চলিকলেটেস্ট

প্রধানমন্ত্রী কুমিল্লাকে সব দিয়েছেন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লাকে সবকিছু দিয়েছেন। আইটি পার্ক, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পর এবার নলেজ পার্কও করে দিচ্ছেন। কুমিল্লা সব ক্ষেত্রেই এগিয়ে। এখানকার ছেলেমেয়েরা মেধাবী। তাঁরা শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তিতে এগিয়ে। এখানকার ছেলেমেয়েরা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে।’

আজ শনিবার বেলা দুইটায় কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুরে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে আইটি–হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল হক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন। তাঁর ইচ্ছায় কুমিল্লায় নলেজ পার্ক হচ্ছে।’

প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নলেজ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে আইটি খাতে প্রশিক্ষণ নিয়ে তাঁরা নিজেরা স্বাবলম্বী হবে। অন্যদের উদ্যোক্তা বানাবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জাফরউল্লাহ বলেন, ১৭৫ কোটি টাকা ব্যয়ে ৭ দশমিক ৮৮ একর জায়গা নিয়ে ওই নলেজ পার্ক হবে। এতে ১ হাজার লোকের কর্মসংস্থান হবে। এই প্রকল্পের আওতায় প্রতিবছর অন্তত তিন হাজার লোককে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের ১২টি জেলায় এই পার্ক হচ্ছে। এর মধ্যে কুমিল্লায় একটি।

কুমিল্লা প্রতিনিধি

শেয়ার করুন: