January 3, 2025
বিনোদন জগৎ

নিমরতের জন্যই কি ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার সংসার? মুখ খুললেন অভিনেত্রী

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন। নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে তার। 

এই গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। তারপর থেকেই নেটিজেনদের ঠোঁটে ঠোঁটে নিমরতর নাম। তার কারণে ভাঙতে বসেছে রাই সুন্দরীর সাধের সংসার। এমন রটনায় অভিনেত্রীর জীবন প্রায় ঝালাপালা। বাধ্য হয়ে মুখ খুললেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে নিমরত বলেন, “আমি যা-ই করি মানুষ মন্তব্য করবেই তাদের ইচ্ছে মতো।” তার ও অভিষেক বচ্চনের গুঞ্জন নিয়ে নিমরত বলেন, “এমন কোনো গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি।”

নিমরত কৌরের সঙ্গে ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক। চেনাজানা তখন থেকেই। তবে কি এ ছবির শুটিং থেকেই মন দেওয়া নেওয়ার শুরু? ভেসে বেড়াচ্ছে প্রশ্ন। এসব অবশ্য মুখ খোলেননি অভিষেক, ঐশ্বরিয়া।

২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের।

শেয়ার করুন: