September 16, 2025
আন্তর্জাতিক

নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন করে আবার দাবানল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ৯ হাজার ৪০০ একরের বেশি ভূমি গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা। খবর-বিবিসি

জোরালো বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। সেখান থেকে ৩১ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় লেক হিউজেস রোড থেকে শুরু হয় দাবানল। মাত্র ১ ঘণ্টার মধ্যেই ৫০০ একর এলাকায় সেটি ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এর আগে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া সবচেয়ে বিধ্বংসী দাবানল ইটন ফায়ারের দুই-তৃতীয়াংশ আকারে নতুন এ দাবানল ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন: