নগরীতে ৫০৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
নগরীতে ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মো. আরমান হোসেন (২২) পিরোজপুরের জিয়ানগর থানাধীন কলারোন এলাকার মো. শহিদুল ইসলাম এর ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মঙ্গলবার বেলা তিনটার দিকে খুলনা সদর থানাধীন জেলখানাঘাট টোলঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। সে বর্তমানে নগরীরণ লবণচরা থানাধীন ইব্রাহিমীয়া মাদ্রাসা রোড এলাকার ফয়সালদের বাড়ীর ভাড়াটিয়া। এ বিষয়ে তার বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।