October 4, 2024
আঞ্চলিক

নগরীতে জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্য গ্রেফতার

 

 

দ. প্রতিবেদক

খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত সোমবার গভীর রাতে নগরীর ২১নং ওয়ার্ড এর ৪নং ফুড ঘাট জামে মসজিদ এলাকা থেকে র‌্যাবের একটি বিশেষ টিম তাদেরকে গ্রেফতার করে। দুপুরে মহানগরীর র‌্যাব-৬ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস এর ছেলে ও সহজেলা নায়েক মোঃ রাকিব হাসান (২৪), যশোরের ঝিকরগাছা উপজেলার আলী হোসেন মোড়ল এর ছেলে আশিকুজ্জামান আশিকুল (৩৬), একই উপজেলার মোঃ মোফাজ্জেল হোসেন মোড়ল এর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, দীর্ঘদিন যাবত তারা এই সংগঠনের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা হতে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। পরবর্তীতে তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকান্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *