ধর্ষক প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ সাজা দিতে হবে : জনউদ্যোগ
এ দেশে নারীর প্রতি যৌন সহিংসতা এত তীব্র হয়েছে সুবিচারের অভাবে। আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করে দ্রæততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ধর্ষক প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড দিতে হবে। জনউদ্যোগ, খুলনার আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল বুধবার বেলা ১১টায় বিএমএ’র সেমিনার কক্ষে জনউদ্যোগ, খুলনার আয়োজনে নারী ও শিশু নির্যাতন আইনের যথাযথ বাস্তবায়ন এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি শেখ বাহারুল আলম। বিষয়বস্তুর উপর ধারণাপত্র উপস্থাপন করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। সঞ্চালনা করেন এ্যাডঃ শামীমা সুলতানা শীলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনউদ্যোগের কেন্দ্রীয় সদস্য সচিব তারিক হোসেন, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, নারীনেত্রী এ্যাডঃ সুলতানা রহমান শিল্পী, সুতপা বেদজ্ঞ, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, এস এম শাহনওয়াজ আলী, মোঃ মোশারফ হোসেন, এ্যাডঃ মোমিনুল ইসলাম, শেখ মফিদুল ইসলাম, এ্যাডঃ তসলিমা খাতুন ছন্দা, আসাদুজ্জামান, রসু আক্তার, এম নাজমুল আজম ডেভিড, এস এম সোহরাব হোসেন, সিলভী হারুণ, মনিরা সুলতানা, ইসরাত আরা হীরা, সৈয়দ আলী হাকিম, জেসমিন জামান, সঞ্জয় কুমার মল্লিক, নূরুন নাহার হীরা, বনানী সুলতানা, সালমা সুলতানা, বেদৌরা আফরোজ, আলমাস আরা, মোঃ মশিউর রহমান, মোঃ আসিফ ইকবাল, সাইফুল ইসলাম প্রমুখ।
