October 3, 2024
আন্তর্জাতিকটেকনোলজি

দুই বছরের মধ্যে মঙ্গলে যাবে স্টারশিপ: মাস্ক

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট হল স্টারশিপ। অতিশক্তিধর এই স্টারশিপ চেপেই চাঁদে যেতে চলেছে মানুষ।

সেই স্টারশিপই মাত্র ২ বছরের মধ্যে পাড়ি দেবে মঙ্গলগ্রহে।পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে ট্রান্সফার উইন্ডো খুলে গেলেই যানটি লাল গ্রহে পাড়ি দেবে।

মার্কিন ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক দুই বছরের মধ্যে মঙ্গলে মহাকাশ যান-স্টারশিপ ফ্লাইট চালুর আশাবাদ ব্যক্ত করছেন।

তিনি নিজের মালিকানাধিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে লিখেছেন, মঙ্গল গ্রহে স্টারশিপের প্রথম যাত্রা হবে আগামী দুই বছরের মধ্যে। খবর তাসের।

তবে প্রথম দুই বছর মনুষ্যবিহীন পরীক্ষামূলক অভিযাত্রায় উৎড়ে গেলে আগামী ৪ বছর পর নভোচারী বহন করবে স্টারশিপ।

মঙ্গলে অবতরণের নির্ভরযোগ্যতা পরীক্ষা করার জন্য আরো দুই বছর অপেক্ষা করতে হবে।যদি সেখানে এটি সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়, তাহলে পরকর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মাস্ক আরো লিখেন, আগামী ২০ বছরের মধ্যে মঙ্গলে একটি স্বনির্ভর শহর গড়ে তোলার লক্ষ্য নিয়ে সেখান থেকে স্টারশিপের ফ্লাইট পরিচালনা করতে চান তিনি।

শেয়ার করুন: