দক্ষিণখানের বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর দক্ষিণখানের একটি বড়িতে এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কে সি মডেল স্কুলের পেছনের গলি প্রেমবাগান এলাকার একটি বাড়িতে ওই তিন জনের লাশ পাওয়া যায়। নিহতদের নামসহ বিস্তরিত পরিচয় ও তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান জোনের সহকারী কমিশনার এফএম ফয়সাল বলেন, দুই-তিন দিন ধরে ওই বাসার লোকজনের কোনো খবর পাওয়া যাচ্ছিল না।
গতকাল শুক্রবার দুপুরের পর থেকে বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। স্থানীয় লোকজনদের ধারণা, দুদিন আগে ঘটনা ঘটেছে। দুই শিশুর মধ্যে ছেলেটির আনুমানিক ১০ বছর ও মেয়েটির বয়স তিন বছর।