ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকায় বিএনপির এক কাউন্সিলর প্রার্থী পুরনো একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার তাজউদ্দিন আহমেদ তাজু বিএনপির বংশাল থানার সভাপতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি। নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ের দিন বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে তাজুকে মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, তাজউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে এবং কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
২০১৫ সালে সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুরান ঢাকার বংশাল এলাকায় হাতবোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।