ডুমুরিয়ায় স্কুল-মাদরাসায় বৈজ্ঞানিক শিক্ষা উপকরণ বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদত্ব সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার মাধ্যমিক স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রতিষ্ঠান প্রধানদের নিকট আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা উপকরণ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা ধনন্জয় মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী, মাওলানা মাহমুদুর রহমান, বায়েজিদ হুসাইন, মোস্তফা কামাল, মোঃ শহিদুল ইসলাম, জি এম নূরুজ্জামান বাবু, আলমগীর হোসেন, বিএম কামাল হোসেন, মাওলানা রহমত উল্লাহ, জি এম কামাল হোসেন, আবু তাহের, শফিকুল ইসলাম প্রমূখ। উপজেলার ৩৫টি স্কুল ও মাদরাসায় এ বৈজ্ঞানিক উপকরণ বিতরণ করা হয়।