March 15, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

জাতির পিতার সমাধিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে আজ ০৯ ফেব্রুয়ারি (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় পরিষদের নবনির্বাচিত সভাপতি দীপক চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদার, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, ট্রেজারারের সচিব সুশান্ত কুমার বসু, রেজিস্ট্রারের সচিব হিমাদ্রী শেখর মন্ডলসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন: