ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্র মৈত্রী’র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ খুলনা জেলা কমিটির উদ্যোগে সরকারি বি এল কলেজ চত্বরে সকাল ১১টায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল কলেজ ক্যাম্পাসের মৈত্রী চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় মৈত্রী চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আহŸায়ক কমলেশ মল্লিক এবং পরিচালনা করেন বি এল কলেজ শাখার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি রিয়াদ হাসান তপু। সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র নেতা এজাজ সরদার ইমন, নাজমুল হাসান বাবু, সাদ্দাম হোসেন, বি এল কলেজ ছাত্র নেতা কমলেশ, শুভ, প্রসেনজিৎ মন্ডল, উৎসব রায়, রিয়াজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা, একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার দাবি জানান।