ছাত্রী ধর্ষিতা হওয়ায় লেখিকা সংঘ খুলনা’র প্রতিবাদ সভা
খুলনা মহানগরের পল্লীমঙ্গল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে শান্ত গং কর্তৃক গত ৩০ জুন ধর্ষিতা হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় লেখিকা সংঘ, খুলনা নিজস্ব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এই ঘটনায় অপরাধীরা এখনও ধরা না পড়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে অপরাধীদের গ্র্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লেখিকা সংঘের সহ-সভাপতি জাহানারা আলী জানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংঘের সহ-সভাপতি শামীমা সুলতানা শীলু, সাহিত্য সম্পাদক নাসরিন হায়দার, কোষাধ্যক্ষ আফরোজা বেগম, সহ-সাধারণ সম্পাদক আফরোজা জেসমিন বীথি, সাংস্কৃতিক সম্পাদক জেসমিন জামান, সদস্য শ্যামলী মণ্ডল, নূরুন্নাহার, হাকিম মতিয়ারা বেগম, কৃষ্ণা দাস প্রমুখ।