December 27, 2024
খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগে দুই হারে রিয়ালের নকআউট পর্বে যেতে যে কঠিন সমীকরণ

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সময়টা ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ২০০৯ সালের পর প্রথমবার লিভারপুলের বিপক্ষে হারের দেখা পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবাদে টানা দুই হার চ্যাম্পিয়ন্স লিগের ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪ নম্বরে নেমেছে রিয়াল মাদ্রিদ। 

এই অবস্থায় রিয়াল প্লে-অফের সুযোগ থাকলেও দলটি চূড়ান্ত পর্ব থেকে ছিটকে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কেননা প্লে অফের নিচের দলের সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান তাদের। চ্যাম্পিয়ন্স লিগের ৩৬ দলের নতুন নিয়ম আরও অনিশ্চিত করে তুলেছে রিয়ালের ভাগ্য। কেননা সামনে তিন ম্যাচ রয়েছে এমবাপেদের সামনে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। যেমন হয়ে দাঁড়িয়েছে রিয়ালের সমীকরণ।

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ১৬’তে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অব লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটির টিকিট। শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ের ফরম্যাটে অবশ্য থাকছে আগের নিয়মই।

ফলে চ্যাম্পিয়ন্স লিগের নতুন নিয়মে ধারণা কর হচ্ছে, শীর্ষ আটে থাকতে এবং সরাসরি রাউন্ড অব ১৬-তে যাওয়ার জন্য ১৬ পয়েন্ট প্রয়োজন হবে। কিন্তু রিয়াল আট ম্যাচের পাঁচটি খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে ইতিমধ্যে। যার ফলে পরের তিন ম্যাচ জিতলেও ১৫ পয়েন্ট হবে রিয়ালের।

কিন্তু শেষ ষোলোতে ওঠার প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে, পয়েন্টের ন্যূনতম সীমা ১০ থেকে ১১ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই রিয়াল মাদ্রিদকে বাকি তিন ম্যাচ থেকে অন্তত ৫ পয়েন্ট সংগ্রহ করতে হবে। এর মানে, দুইটি ম্যাচ জেতা অথবা একটি ম্যাচ জয় ও দুটি ড্র করতে হবে।

 

শেয়ার করুন: