May 9, 2025
খেলাধুলা

চিটাগাংয়ের কাছে হারলো রংপুর

রংপুর রাইডার্সের ব্যাটাররা পারলেন না তেমন সুবিধা করতে। অনেকটা একাই লড়লেন ইফতেখার আহমেদ।

ওই রান তাড়ায় নেমে শুরুতে সুবিধা করতে না পারলেও পরে হায়দার আলির ঝড়ে সহজ জয় পেয়েছে চিটাগাং। রান পেয়েছেন পারভেজ হোসেন ইমনও।  

বুধবার বিপিএলের ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে চিটাগাং কিংস। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান করে রংপুর। পরে ওই রান তাড়ায় নেমে ১৪ বল আগেই জয় পায় চিটাগাং।

শুরুতে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি রংপুর রাইডার্স। দলটির পক্ষে অনেকটা একাই লড়েন ইফতেখার আহমেদ। এই ব্যাটার শেষ অবধি অপরাজিত থেকে ৭ চার ও ৩ ছক্কায় ৪৭ বলে ৬৫ রান করেন।

এর বাইরে সৌম্য সরকার ১৭ বলে ২৩ ও মাহেদী হাসান ২০ বলে করেন ২২ রান। চিটাগাং কিংসের হয়ে ৪ ওভারে ৪৪ রান দিয়ে দুই উইকেট নেন খালেদ আহমেদ। এছাড়া একটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও শামীম হোসেন।

এই রান তাড়া করতে নেমে শুরুতে কিছুটা বিপদে পড়েছিল চিটাগাংও। ২৯ রানে তারা দুই উইকেট হারিয়ে ফেলেছিল। তবে শেষদিকে হায়দার আলির ১৮ বলে ১ চার ও ৬ ছক্কায় ৪৮ রানের ঝড়ে সহজ জয় পায় তারা। ইনিংস উদ্বোধনে নেমে চিটাগাংয়ের হয়ে ৪৩ বলে ৪১ রান করেন পারভেজ হোসেন ইমন।

শেয়ার করুন: