December 6, 2024
শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ওরিয়েন্টেশন শুরু হচ্ছে আগামী রবিবার

প্রতিবছর নতুন শিক্ষার্থীবৃন্দের ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে না হতেই খুলনা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি Academic Orientation of Undergraduate First-year Students of Khulna University শীর্ষক একটি পরিচিতি ও নির্দেশনামূলক কর্মসূচী গ্রহণ করে থাকে। এবছর এই ওরিয়েন্টেশন কর্মসূচী শুরু হচ্ছে আগামী  ১০ নভেম্বর, ২০২৪ খ্রি. তারিখ, যা পর্যায়েক্রমে চলতে থাকবে ১১, ১২, ১৪ ও ১৭ নভেম্বর, ২০২৪ পর্যন্ত। প্রতিদিনের এই ওরিয়েন্টেশন কর্মসূচী সকাল নয়টায় শুরু হবে ও শেষ হবে বিকাল ৪:৩০ মিনিটে, যেখানে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের চতুর্থতলায় অবস্থিত সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই ‍ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট তথ্যজ্ঞ শিক্ষকবৃন্দের সমন্বয়ে গঠিত একটি টিম শিক্ষার্থীবৃন্দকে উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষা জীবনে সাফল্যের সোপান, বিশ্ববিদ্যায়ের পঠন-পাঠন ও রিসোর্সসমূহ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করবেন।

ওরিয়েন্টেশনটি দুটি পর্বে বিভক্ত থাকবে- উদ্বোধনী পর্ব এবং টেকনিক্যাল সেশন। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশিদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় পর্বের টেকনিক্যাল সেশনে প্রতিদিন সংশ্লিষ্ট পাঁচজন তথ্যজ্ঞ শিক্ষক তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করবেন।

 

 

শেয়ার করুন: