October 7, 2024
আঞ্চলিকশিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ

দ. প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকারের মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশ নির্মাতা হিসেবে গড়ে তোলা। গতানুগতিক সাধারণ শিক্ষা দিয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়, প্রয়োজন প্রযুক্তিগত নির্ভর কারিগরি শিক্ষা।

তিনি গতকাল রবিবার বিকালে দৌলতপুর দেয়ানায় খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নবীন শিক্ষর্থীদের উদ্দেশে বলেন, ভালভাবে পড়াশুনা করে নিজের জীবনকে সার্থক করে তুলতে হবে, একই সাথে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেএমপি’র উপপুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত জানান কৃষি বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *