September 19, 2025
আঞ্চলিকশীর্ষ সংবাদ

খুলনার সোনাডাঙ্গায় বাসে আগুন

খুলনা নগরীর সোনাডাঙ্গা এম এ বারী সড়কে মোংলা ইপিজেডের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টায় কে বা কারা বাসটিতে অগ্নিসংযোগ করে। খুলনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসের বেশকিছু আসন পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, কাতার এয়ারওয়েজ নামের বাসটি (ঢাকা মেট্রো ঝ ১১-০৫২০) সড়কে পাশে দাড়িয়েছিলো। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে সবাই এগিয়ে যান। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভে যায়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান জানান, আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

শেয়ার করুন: