খুবিতে আন্তঃহল (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে আন্তঃহল (ছাত্রী) ভালিবল প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। খেলায় অপরাজিতা হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। খেলায় অপরাজিতা হল ২-০ সেটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলকে পরাজিত করে।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ, অপরাজিতা হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) লোপা ইসলাম, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক মোল্যা মোহাম্মদ শফিকুর রহমান, সহকারী প্রভোস্টবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, কর্মচারিবৃন্দ।