September 18, 2024
আঞ্চলিক

কেএমপির নতুন কমিশনার জুলফিকার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জুলফিকার আলী হায়দার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশে জুলফিকার আলী হায়দারকে খুলনার পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এর আগে ২৭ আগস্ট খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

শেয়ার করুন: