June 21, 2025
আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন আসুক না আসুক আমরা স্বাভাবিক অবস্থায় ফিরবো

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন আসুক বা না আসুক দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৫ মে) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি একটি বিষয়ে সবাইকে স্পষ্ট করতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন আসুক কিংবা না আসুক আমরা স্বাভাবিক অবস্থায় ফিরবো এবং আমরা এর প্রক্রিয়া শুরু করেছি।

‘আরও অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন তৈরি হয়নি এবং ভাইরাস কিংবা ফ্লু আসবেই, আপনাকে এর বিরুদ্ধে লড়াই করেই চলতে হবে।’

করোনাকে সঙ্গী করেই চলার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমার ধারণা লোকেরা মাঝে মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছে। অন্তত অল্প সময়ের জন্য হলেও। এটা হতে পারে জীবনের জন্য। তবে আপনাকে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। দেশটিতে ১৪ লাখ ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮৭ হাজার ৬০০ এর বেশি মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছে তিন লাখের কিছু বেশি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *