January 15, 2025
খেলাধুলালেটেস্ট

এলপিএলে সাকিবের সতীর্থ হচ্ছেন লিটন

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলে আসার পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস। গল টাইটান্স দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মাদ মিঠুন।

সবকিছু ঠিক থাকলে শনিবারই লিটনের শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যমের খবর। টুর্নামেন্টে কলম্বো স্ট্রাইকার্স দলে আছেন আরেক বাংলাদেশি শরীফুল ইসলাম। যদিও এখনও কোনো ম্যাচে সুযোগ পাননি তিনি।

এশিয়া কাপের প্রস্তুতি পর্বে তাই সাকিব, লিটন ও শরীফুলকে পাবে না বাংলাদেশ দল। এলপিএল শেষে তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা।

এর আগে গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ারসের হয়ে খেলেছেন লিটন। সেখানে তিনি ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে ব্যাট করে ১৫২ রান করেছেন, গড় ২১.৭১, স্ট্রাইক রেট ১০০.৬৬।

টানা চার ম্যাচ হারের পরে ভালো অবস্থায় নেই গল। শুক্রবার তারা ডাম্বুলা অরার কাছে হারে ৭ উইকেটে। দলের হারের ম্যাচে সাকিব ছিলেন ব্যর্থ। ব্যাট হাতে ১৩ বলে ১৩ রান করার পর বল হাতে ২০ রানে নেন ১ উইকেট।

গত ৩০ জুলাই শুরু হয় ৫ দলের এলপিএল, চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

ক্রীড়া সংবাদদাতা

শেয়ার করুন: