June 13, 2024
বিনোদন জগৎলেটেস্ট

এভাবে শিরোনাম আসাতে আমি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি: ভাবনা

রায়হান খানের পরিচালনায়  ‘পায়েল’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা। ছবির নামভূমিকায় অভিনয় করছেন এই অভিনেত্রী। এফডিসিতে চলছে ছবির শুটিং। কয়েক দিন আগে ছবির ‘ঝিলমিল ঝিলমিল’ শিরোনামে একটি গানের দৃশ্য ধারণ করা হয়। সেই গানে অংশ নেন ভাবনা। কিন্তু সেই গান ধরে ‘ভাবনা এবার আইটেম গানে’ ‘ভাবনা এবার আইটেম গানে হাজির হলেন’—এমন নানা শিরোনামে বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে খবর প্রকাশ করেছে, করছে। এতে খুশি নন; বরং মন খারাপ হয়েছে ভাবনার।

শনিবার দুপুরে ভাবনা তাঁর নিজের ফেসবুক আইডিতে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি ছবিগুলোর উৎস জানিয়ে লিখেছেন, ‘আমি “পায়েল” নামের একটি সিনেমা করছি। সিনেমাটির নির্মাতা রায়হান খান। কিন্তু সিনেমাতে আমি কোনো আইটেম গানে হাজির হইনি বা আইটেম গান করিনি।’

এ প্রসঙ্গে ভাবনার সঙ্গে যোগাযোগ করা হলে শনিবার বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ‘একটি সিনেমায় প্রমোশনাল গান হিসেবে বা অন্য কোনো কারণে অনেক সময় আইটেম গান পুশ করা হয়। কিন্তু “পায়েল” ছবিতে, “ঝিলমিল ঝিলমিল” গানটি সেটি নয়। সিনেমারই একটা অংশ হিসেবে এখানে আমি গানের সঙ্গে নাচ করেছি। গানের শুটিংয়ের দিন অনেক গণমাধ্যমকর্মী এসেছিলেন। গানের জন্য আমার সাজপোশাক দেখে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, আমি প্রথমবারের মতো আইটেম গানে অংশ নিয়েছি কি না, এটি যে আইটেম গান নয়, এটি যে সিনেমার গল্পেরই একটি অংশের গান, আমার চরিত্রেরই একটা অংশ, এ ব্যাপারে পরিষ্কার উত্তরও দিয়েছি। গণমাধ্যমের খবরের ভেতরে ভিডিওতে আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে। তারপরও এভাবে শিরোনাম আসাতে আমি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। বিষয়টি দেখে আমার মন খারাপ হয়েছে।’

ভাবনা জানিয়েছেন, সিনেমাটিতে তিনি পায়েল চরিত্রে হাজির হবেন। তিনি বলেন, ‘সিনেমাটির একটি গানে আমি নেচেছি সত্য। একজন নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটা আমার জন্য আনন্দের। কারণ, কোনো সিনেমাতে আমি প্রথমবারের মতো নাচতে পারলাম।’

বিষয়টিকে আরও পরিষ্কার করতে ভাবনা আরও বলেন, ‘সিনেমার গল্পে পতিতালয়ের একটি বড় অংশ আছে। গল্পে একটা পর্যায়ে পায়েলকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। পতিতালয়ের পরিবেশ, পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর গান-নাচের আসর বসে। সেই আসরেরই অংশবিশেষ এই গান, এই নাচ—জাস্ট এতটুকুই। কিন্তু বিষয়টিকে সবাই যেন কেমন গুলিয়ে ফেলে শিরোনামটা অন্যভাবে দিচ্ছেন। আমি আবারও বলছি, ফুটেজে মধ্যে আমার উত্তরে স্পষ্টভাবে বলা আছে, এটি আইটেম গান নয়।’

‘পায়েল’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মাহবুব হাসান খান। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এফডিসিতে এর শুটিং চলবে। বাকি অংশের শুটিং হবে বান্দরবান ও পুবাইলের লোকেশনে। ছবিতে ভাবনার বিপরীতে অভিনয় করছেন জিয়াউল রোশান। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, সাহেদ আলী সুজন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

বিনোদন ডেস্ক

শেয়ার করুন: