December 26, 2024
খেলাধুলা

উরুগুয়ের তরুণদের আরো শিখতে বললেন মেসি 

বিশ্বকাপ জয়ের পর থেকে রীতিমত উড়ছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা যেন হারতেই ভুলে গিয়েছিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও নিজেদের শক্তির জানান দিচ্ছিল লিওনেল স্ক্যালোনির দল। তবে গতকাল ঘরের মাঠে দেখা মিলল অচেনা এক আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লিওনেল মেসির দল। ফলে দীর্ঘ ১৪ ম্যাচ পর হারল আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে আলোচনায় দুই দলের খেলোয়াড়দের হাতাহাতি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যাচ্ছিল। দুই দলের কেউ গোলের দেখা না পেলেও ১৯ মিনিটে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুইদলের ফুটবলারদের ধাক্কাধাক্কিতে।

সেই ফাউলের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন উরুগুয়ের ২২ বছর বয়সী ফুটবলার ম্যানুয়েল উগারতে। ফাউল নিয়ে ও উরুগুয়ের শরীরনির্ভর খেলায় আর্জেন্টাইন অধিনায়ক মেসির আপত্তি না থাকলেও এই অশ্লীল অঙ্গভঙ্গিতে বিরক্ত হয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, এই ফুটবলারদের আরও শিখতে হবে।

উরুগুয়ের ২২ বছর বয়সী ফুটবলারের এমন আচরণে আরও বিরক্ত মেসি। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক মেসি বলেছেন, ‘আক্রমণাত্মক আবহটা স্বাভাবিক। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এমনটাই হয়। ওই অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে যা ভাবছি, সেটা বলতে চাচ্ছি না। প্রতিপক্ষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তাদের সিনিয়রদের কাছে শিখতে হবে। এ ম্যাচে সব সময় আক্রমণাত্মক আবহ থাকে, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে। তাদের আরও কিছুটা শিখতে হবে।’

বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৫ ম্যাচ পর হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর এটিই আর্জেন্টিনার প্রথম হার। এ হারের পরও অবশ্য ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন: