October 4, 2024
আঞ্চলিকলেটেস্ট

অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়কের সহযোগী গুলিবিদ্ধ

দ. প্রতিবেদক
অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীরের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনের সহযোগী অভ্যন্তরীণ দ্ব›েদ্ব গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন অফিসের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আকাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনের অন্যতম সহযোগী উপজেলার বুইকারা গ্রামের আব্দুল্লাহ এর ছেলে আকাশ গতকাল বিকেলে উপজেলা চেয়ারম্যানের বাড়ি (নওয়াপাড়া পীরবাড়ি) সংলগ্ন অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে বসে ছিলো। এ সময় অভ্যন্তরীণ দ্ব›েদ্ব তর্ক বিতর্কের এক পর্যায়ে কে/কারা তাকে গুলি করে। গুলিটি আকাশের গলায় বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে অফিসে থাকা অন্যান্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি গলায় লেগে বিদ্ধ হয়ে বেরিয়ে গেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এদিকে স্থানীয় নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্ব›েদ্বর জেরে আকাশ গুলিবিদ্ধ হয়েছে। তবে ঘটনার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন অফিসে ছিলেন কিনা জানা যায়নি।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ এর ব্যবহৃত ০১৭১১-২২৭৬২৬ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এর ব্যবহৃত ০১৭১৩-৩৭৪১৬৭ নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *