November 12, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশিক্ষাশীর্ষ সংবাদ

‘অগ্রপথিক সাচিয়াদহ’ ধর্ম শিক্ষালয়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত

খবর বিজ্ঞপ্তি
সনাতনী শিশু-কিশোরদের আত্মচরিত্র ও জীবন দর্শন গঠনের ‘অগ্রপথিক সাচিয়াদহ’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শারদীয় মহাষ্টমী ও মহানবমী তিথিতে ধর্ম শিক্ষালয় প্রতিষ্ঠা করেছে।
গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সনাতন ধর্মীয় ভাব-পারম্পর্য, রীতিনীতি ও ধ্যান-ধারণা শিক্ষা ও সংস্কৃতির আলোকে শিশু-কিশোরদের মানসিক উন্নয়ন ও বিকাশ রুপায়ন কেন্দ্র ‘সাচিয়াদহ সর্বজনীন কালী মন্দির’ প্রাঙ্গণে দ্বিতীয় দিনের পাঠদান কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে ধর্ম শিক্ষালয়ে শিক্ষাগুরু দিলীপ বাছাড় এবং মনজ কান্তি বালা ও জগন্নাথ ঘরামীসহ উত্তম ঢালী, রাজেশ টিকাদার, মিলন টিকাদার, নিশিকান্ত বিশ্বাস, প্রিন্স সরকার ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: