April 19, 2024
জাতীয়

ছাত্রকে ‘বলাৎকারে’ মাদ্রাসা শিক্ষক রিমান্ডে

 

দক্ষিণাঞ্চল ডেস্ক : সাভারের আশুলিয়ার কুরগাঁওয়ের আল মুসলিম মডেল মাদ্রাসার ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ওই মাদ্রাসার এক শিক্ষককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকার একজন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বুধবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষক মো. মহসীন আলীর (২৫) রিমান্ড মঞ্জুর করেন। তবে বিষয়টি জানা যায় বৃহস্পতিবার।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই বদরুজ্জামান শিক্ষক মহসীনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। মহসীনের পক্ষে রিমান্ড আবেদন বাতিল চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী।

ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ এফ এম মারুফ চৌধুরী শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে এ আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদশর্ক মো. আসাদুজ্জামান জানান।

রিমান্ড আবেদনে বলা হয়, ওই বালকটি গত ১০ মার্চ দুপুর ২টার দিকে ভাত খেতে এসে কান্নাকাটি করলে তার মা জানতে পারেন যে, আগের রাত ১২টার দিকে তাকে বলাৎকার করেছেন মাদ্রাসা শিক্ষক মহসীন। শিশুটি তার মাকে জানায় যে, ঘটনাটি কাউকে বললে তাকে মেরে ফলার  হুমকি দেন ওই শিক্ষক।

আবেদনে আরো বলা হয়, এই শিক্ষকের বিরুদ্ধে এ রকম অভিযোগ আগেও এসেছে। তার অত্যাচারে অনেক ছাত্র মাদ্রাসা ছেড়ে চলে গেছে।

“কতদিন থেকে সে এ জঘন্য কাজ করছে, তার ইন্ধনদাতা কে আছেন, তা জানার জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।”

নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ মামলায় গত মঙ্গলবার শিশুটির জবানবন্দি নেন একই আদালতের অপর বিচারক রাজীব হাসান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *