April 23, 2024
আঞ্চলিক

ওয়াটার এইড প্রতিনিধিদের পাইকগাছা পৌরসভার ইসিআর ওয়াশ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

ওয়াটার এইড প্রতিনিধি দলের সদস্যরা পাইকগাছা পৌরসভা¯’ নবলোকের ইসিআর ওয়াশ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। ৯ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা মঙ্গলবার সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের পরিবারভিত্তিক রেইন ওয়াটার স্যানিটেশন কার্যক্রম, ১নং ওয়ার্ডের সরল বাজার¯’ ও ২নং ওয়ার্ডের গোপালপুর¯’ কমিউনিটিভিত্তিক পানির ফিল্টার কার্যক্রম এবং ৩নং ওয়ার্ডের সরল দীঘিরপাড়¯’ পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। পরে দুপুরে পৌর ভবনে পৌর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ওয়াটার এইডের আঞ্চলিক প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জন মার্ক নাইট, শিখন বিষয়ক উপদেষ্টা এইচএসবিসি সুবেরিয়া নাভা, প্রোগ্রাম প্রধান, কানিন্দ্র পুডাসাইনি ও আফতাব ওপেল, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোগ্রাম প্রধান মারজানা চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার, সুমন কান্তি নাথ, প্রজেক্ট অফিসার ফাহিম ইসতিয়াক, নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবাল, মোস্তফাজিুর রহমান সেতু। উপ¯ি’ত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর এস,এম, ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ, কবিতা দাশ, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, কাজী নেয়ামুল হুদা কামাল, রবিশংকর মন্ডল, এস,এম, তৈয়েবুর রহমান, গাজী আব্দুস সালাম, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী ও সরবানু বেগম, নবলোকের উপজেলা ব্যব¯’াপক মঈন উদ্দীন শেখ ও প্রধান শিক্ষক ঝর্ণা বেগম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *