April 19, 2024
জাতীয়

সৈয়দ আশরাফের মরদেহ আসছে আজ, রোববার সকালে জানাজা

দক্ষিণাঞ্চল ডেস্ক
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের জানাজা ৬ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিন প্লাজায় অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার এ সংসদ সচিবালয়ে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফুল ইসলাম (৬৭) মৃত্যুবরণ করেন। শনিবার সন্ধ্যায় ব্যাংক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় আনা হবে।
দেশে না থেকেও গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে নৌকা প্রতীকে জয়ী হন। ১ জানুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তবে শপথের জন্য সময় চেয়েছিলেন ব্যাংককে চিকিৎসাধীন সৈয়দ আশরাফ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *