April 25, 2024
দিবস

ভাষার জন্য শহীদ

চিত্তরঞ্জন সাহা চিতু

অ-আ ক-খ বর্ণমালা
সব বাঙালীর প্রান,
বাংলা ভাষায় মাকে ডাকি
রং তুলিতে ছবি আঁকি
মনের ভেতর ভালবাসার
মিষ্টি ফুলের ঘ্রাণ।

কবি লেখে গান কবিতা ছড়া,
আকাশ জুড়ে লক্ষ তারার
দু’ চোখ আলোয় ভরা।

বর্ণমালার আগুন ছড়ায়

কৃষ্ণচূড়ার ডালে,
রাস্তা জুড়ে হয়।
ভাষার জন্য তাই শুরু গান
মিছিল চলে এই জনতার
বাহান্নর ঐ সালে।

বাংলা ভাষা রাষ্ট্রভাষা
বীর বাঙালীর মনের আশা
প্রতিবাদে রাজপথে সব
মশাল হাতে কারা।
রক্ত দিলো দামাল ছেলে
হাসি মুখে কেউ বা জেলে
আজও অমর আনতে ভাষা
রক্ত দিলো যারা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *