April 19, 2024
জাতীয়

বসিলায় বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ শুরু

দক্ষিণাঞ্চল ডেক্স
ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।
সোমবার সকাল ৯টার দিকে বসিলা ব্রিজ এলাকায় এই অভিযান শুরু হয় বলে বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা ১১টা পর্যন্ত তিনটি একতলা ভবন ও ২০টি টিনশেড ঘর ভেঙে দেওয়া হয়েছে।
এর আগে তিন দফায় নয় দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের প্রায় পনেরশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।
২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *