April 20, 2024
বিনোদন জগৎ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মাত্র ৯ দিন বাকি। এর আগেই নির্বাচন স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সমিতির সাবেক দুই সদস্য। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তা না হলে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানানো হয়েছে।

মো. হোসেন লিটন ও মো. সোহেল খান নামে সাবেক এ দুই সদস্যের অভিযোগ, সমিতির আগের মেয়াদের কার্যনির্বাহী কমিটি নিয়ম বহির্ভূতভাবে বিপুল সংখ্যক সদস্যদের ভোটাধিকার খর্ব করেছে এবং গঠনতন্ত্রের নীতির বাইরে অন্য সদস্যদের ভোটাধিকার প্রদান করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এই দুই শিল্পীর পক্ষে নোটিশটি ইস্যু করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম মোহাম্মদ সাইফুর রহমান। এতে শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের আসন্ন নির্বাচন স্থগিত করার ৯টি কারণ উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বাংলানিউজকে বলেন, ‘আমি  আজ (মঙ্গলবার) এ ধরনের কোনো আইনি নোটিশ পাইনি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। তাই নোটিশ হাতে না পাওয়া পর্যন্ত এখনই কিছু বলতে পারছি না।’

আগামী ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার ১৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭ জন প্রার্থী। সমিতির সর্বশেষ সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক আবারও প্যানেল নিয়ে একসঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন। মিশার প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা মৌসুমী। আর সাধারণ সম্পাদক পদে জায়েদের বিপক্ষে লড়ছেন ইলিয়াস কোবরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *