April 19, 2024
লাইফস্টাইল

হাতের ফোনটি পরিষ্কার তো ?

আমরা কিন্তু খুব সচেতন। সব সময় চারপাশ পরিষ্কার রাখি, ঘরের ফার্নিচার, বিছানা এমনকি নিজেদের হাতও। কিন্তু সারাদিন যে স্মার্টফোনটি সঙ্গে থাকে, এটা কি কখনো পরিষ্কার করা হয়?

কথা বলার সময় ফোনটি আমাদের হাতে, কানে ও মুখের স্পর্শে আসে। পরিষ্কার না থাকলে ফোনে জীবাণু বাসা বাঁধে। আর এই জীবাণু থেকে হতে পারে ত্বকের সংক্রমণ। এমনও দেখা যায়, আমরা ফোনে যেই কানে বেশি কথা বলি, মুখের সে পাশে বেশি ব্রণ হয়।

এজন্য ফোন নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি। আর স্মার্টফোন পরিষ্কার করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন: 

•    ফোনের সুইচ অফ করে নেবেন

•    চার্জার ও ইয়ারফোন খুলে ফোন পরিষ্কার করুন

•    স্ক্রিন কভার ও ব্যাক কভার খুলে ফোন পরিষ্কার করা করতে হবে

•    ক্লিনিং এজেন্ট সরাসরি ফোনের ওপর স্প্রে করবেন না। নরম পরিষ্কার কাপড়ে অল্প পরিমাণে নিয়ে ফোন পরিষ্কার করুন

•    ফোন পরিষ্কার করার পরে শুকালেই সুইচ অন করুন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *