April 19, 2024
আঞ্চলিক

অতিরিক্ত জেলা প্রশাসকের শেখ হেলাল উদ্দীন কলেজ পরিদর্শন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পাল গতকাল বুধবার দুপুর ১২টায় ফকিরহাট শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা। পরিদর্শন কালে তিনি কলেজের মাল্টিমিডিয়া ক্লাস সহ কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে তিনি কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, প্রভাষক সালমা খাতুন, উৎপল কুমার দাস, দীপালী রানী বিশ্বাস, শেখ শামীম ইসলাম প্রমূখ। অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পাল তার বক্তব্যে বলেন, শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজ বর্তমানে এতদাঞ্চলের ঐতিহ্যবাহী কলেজ হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি কলেজটিকে একটি মডেল কলেজে রূপান্তর করার লক্ষ্যে শিক্ষকদের প্রতি আহŸান জানিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। শেষে তিনি কলেজের শহীদ মিনারের টেরাকোটার কাজ দেখেন এবং কলেজ চত্বরে একটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *