April 24, 2024

Day: February 6, 2019

আঞ্চলিক

খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতিরও ক্ষোভ  

খবর বিজ্ঞপ্তি   খুলনা এল.পি.গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ  প্রকাশ করে বলেছেন অবৈধ ভাবে এল.পি.গ্যাস বিক্রয় বন্ধ দূরের কথা বরং দিন-দিন ব্যাঙ্গের ছাতার ন্যায় আরো নতুন ভাবে বিভিন্ন পাড়া, মহল্লা ও আবাসিক এলাকায় অবৈধ ভাবে এল.পি.গ্যাস বিক্রয়ের দোকান গড়ে উঠেছে।এল.পি.গ্যাস বিক্রয় বন্ধ করার জন্য মেয়র, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও বিষ্ফোরক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্ববান জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা এল.পি.গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ।      বিবৃতি দাতারা হলেন- খুলনা এল.পি.গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ সভাপতি মোঃ আঃ হানিফ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ, রাকিবুল হাসান, জান্নাতুল ফেরদৌস পিকুল, মোঃ বাবর আলী, ডাঃ গোলজার, মোঃ তামান্না, মোঃ জাহিদুর রহমান ওয়াসিম, মোঃ নুরুজ্জামান, নুরুল আমিন, মোঃ বাদশা, মোস্তাফিজুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ আকতার হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মুরাদ বক্সী, মোঃ আল-ইমরান পিকলু, শেখ জামিল আহমেদ পলাশ, শেখ সাকির আহমেদ লিটু, মিজানুল হক চৌধুরী প্রমুখ।  

Read More
আঞ্চলিকশিক্ষা

শিক্ষা কার্যক্রম ব্যাহত দিঘলিয়ার আসমা সারোয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বেহাল দশা  

দ: প্রতিবেদক   দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি বাজার হতে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত আসমা সারোয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়।  ২০০১ সালে স্থাপিত হলেও প্রশাসনের উদাসীনতায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়টি।   সংশ্লিষ্টরা জানিয়েছে,২০১৬ সালে শিলাবৃষ্টিতে বিদ্যালয়ের একাডেমিক ভবনের টিনের চাল সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়এতে বৃষ্টির পানি চাল ভেদ করে শ্রেণীকক্ষে পড়ে যার কারনে ২০১৮ সালে বর্ষা মৌসুমে ক্লাস করতে পারেনি শিক্ষার্থীরা। এমন বেহাল দশায় থাকায় দুর্ভোগে পড়েছে ২১২ জন শিক্ষার্থী। প্রতি বছর এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বিদ্যালয়টি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের সাব সেন্টার হিসেবে ব্যবহৃত হয়, যা এই বছর ব্যবহার করা সম্ভব হবে না     এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, জরাজীর্ণ ভবনের ব্যাপারে একাধিক বার উপজেলা কর্তৃপক্ষের কাছে ম্যানেজিং কমিটির সদস্যসহ যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষ দৃষ্টিপাত করেনি। গত চার ফেব্রæয়ারিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। আশা করি তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সমাধানের ব্যবস্থা করবেন।     সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির একাডেমিক ভবনের টিনের চালা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত  হওয়ায় বৃষ্টির পানি শ্রেণী কক্ষেই পড়ে। যার মধ্যে ক্লাস করা অসম্ভব। চলতি শিক্ষাবর্ষে বর্ষা মৌসুমের পূর্বে মেরামত করা না হলে ক্লাস করা সম্ভব হবে না।      এ বিষয়ে মুঠোফোনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, এ বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে।     উলে­খ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে চলতি শিক্ষা বর্ষে প্রায় ৩০০ ছাত্রী অধ্যয়নরত আছে। ট্যালেন্টপুলে বৃত্তি, এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় ১০০% পাশের হার গৌরব অর্জনকারী এই প্রতিষ্ঠানটির উপজেলা ব্যাপী ব্যাপক সুনাম রয়েছে। সেক্ষেত্রে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ভবনটি আশু মেরামতের জন্য খুলনা ৪ আসনের সংসদ সদস, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।     

Read More
আঞ্চলিক

রামপালে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার  

রামপাল প্রতিনিধি     রামপালে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ,স্থানীয়রা গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় ফয়লাহাট খানজাহান আলী বিমানবন্দরের নিকটবর্তী রাস্তার পাশে লাশটি দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দিলে ফয়লাহাট পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।     পুলিশ জানায়, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে তার গলা কাটা ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। রামপাল থানার ওসি লুৎফর রহমান জানান এখন পর্যন্ত লাশের কোন পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করা হবে বলে জানান তিনি।      

Read More
আঞ্চলিক

খুলনায় গাজী শহীদুল­াহ’র মৃত্যু বার্ষিকী পালিত  

খবর বিজ্ঞপ্তি     স্বাধীনতা পরবর্তী খুলনা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিবিদ গাজী শহীদুল্লাহর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দখিনা’র পক্ষ থেকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল দখিনা’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহান ভাষা সৈনিক বেগম মাজেদা আলী।     দখিনা’র কার্যনির্বাহী কমিটির সভাপতি এ্যাড. হেমন্ত সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি যথাক্রমে মোঃ ইউনুস আলী গাজী, আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টু, ড. মোঃ হারুনর রশিদ, প্রকৌঃ এস এম আমজাদ হোসেন, খুরশিদ আলম কাগজি, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, যুগ্ম সাঃ সম্পাদকবৃন্দ প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল, আলহাজ¦ অহিদুজ্জামান খোকন, কোষাধ্যক্ষ এ্যাডঃ প্রবীর কুমার বিশ^াস, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী তারিক আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন মারিয়া মুক্তি, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক জামিলা খাতুন সুমি, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- বীরমুক্তিযোদ্ধা জি এম আঃ হাকিম, আলহাজ¦ জাহিদ হাবিব, আবু হায়দার সানা. জি, এম, ইউনুস আলী, প্রকৌশলী অসিত কুমার মন্ডল, আলহাজ¦ মোঃ আবুবকর সিদ্দিক, তামারা হক ছন্দা, এস এম নজরুল ইসলাম, এস এম মনোয়ার হোসেন লাভলু, মোঃ রাশেদ রানা, মোঃ হুমায়ন কবীর প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলহাজ¦ মোঃ আবুবকর সিদ্দিক।  

Read More
আঞ্চলিক

শিরোমণি হাফিজিয়া মাদ্রাসাহের বার্ষিক ওয়াজ মাহফিল প্রস্তুতি সভা   

খানজাহান আলী থানা প্রতিনিধি     শিরোমণি হাফিজিয়া মাদ্রাসাহ্ বার্ষিক ওয়াজ মাহফিল ২০১৯ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা গতকাল সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ম্যানিজিং কমিটির সহ-সভাপতি আলহাজ্জ শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তৃতা করেন, মোঃ ইব্রাহিম. মোঃ আমিনুল ইসলাম, মুন্সি মঈনুল ইসলাম, ডাঃ ইসমাইল হোসেন, শেখ মোহাম্মদ আবি, হাফেজ নাসির উদ্দিন, খন্দকার আব্দুর শহিদ।     উল্লেখ্য আগামী ১৩ ও ১৪ ফেব্রয়ারী বুধ ও বৃহস্পতিবার মাদ্রাসাহ প্রাঙ্গনে ৬০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করবেন বাগেরহাটের হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল মা’বুদ এবং প্রধান বক্তা ফুলবাড়ীগেট এমদাদুল উলুম রশিদীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি গোলামুর রহমান। দ্বিতীয় দিনে তাফসির পেশ করবেন মদিনার মোনোয়ারার সদস্য দাওয়া বিভাগের ড. শায়খ মোহাম্মদ বিন ইসমাইল আল-আলী, মিশরের আল আযহাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়খ ওমর বিন আবদুল হামীদ আল-ক্বরীতানাহ এবং মিশরের শায়খ মোহাম্মদ আল-আযহারী।   

Read More
আঞ্চলিক

প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিয়ে টিআইবির মতবিনিময় সভা অনুষ্ঠিত  

  তথ্য বিবরণী     টেকসই উন্নয়ন, প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা প্রশাসন যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।     প্রধান অতিথির তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান সরকার  অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তৃণমূলের জনগণ যেন ভোগান্তিমুক্তভাবে ও নির্বঘেœ সরকারি সেবা পেতে পারে সেজন্য প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার।      সভায় সূচনা বক্তব্য দেন সনাক খুলনার সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। সুশাসন অর্জনে টিআইবি ও সনাক কার্যক্রম বিষয়ে উপস্থাপনা করেন টিআইবির খুলনা ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী।     অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসরাত জাহান, মহিলা অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিনসহ খুলনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।     

Read More
আঞ্চলিক

আশাশুনিতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি  

সাতক্ষীরা প্রতিনিধি     সাতক্ষীরা আশাশুনিতে স্বর্ণ ব্যাবসায়ি তপন কুমার পাইনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বুধহাটা এলাকায় উক্ত ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ ৩৫ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তপন কুমার পাইন উপজেলার বুধহাটা গ্রামের নিরাপদ পাইনের ছেলে।     তপন কুমার পাইন জানান, এক দল ডাকাত সোমবার দিবাগত রাত তিনটার দিকে তার বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাকেসহ বাড়ির অন্যান্যদের বেঁধে রেখে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৩৫ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়।     আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনা শুনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরো জানান, মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

Read More
আঞ্চলিক

খুলনায় আন্ত:ধর্মীয় সংলাপ কাল  

তথ্য বিবরণী   আগামীকাল ৭ ফেব্রয়ারি সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ধর্মীয় সম্প্রীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম, সরকারিভাবে যাকাত আদায় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণসহ আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।  

Read More
আঞ্চলিক

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী খুলনা আসছেন আজ  

তথ্য বিবরণী   ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ দুই দিনের সফরে আজ ৬ ফেব্রæয়ারি খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৭ ফেব্রæয়ারি সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেলে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।   

Read More
আঞ্চলিক

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২  

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি   সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় ২ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে-মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সামনে স্পিড ব্রেকারের উপর দ্রæত গতির ইঞ্জিন চালিত ভ্যান উল্টে যায়। এতে ওই গাড়ির চালক ও যাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।     আহত ব্যক্তিরা হলেন-সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ডালিম হোসেন (৩৫) ও একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে নাসির উদ্দীন (৪০)। পরে খবর পেয়ে থানা পুলিশ ও পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। থানা পুলিশ চাল বোঝায় ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।   কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন-তিনি খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রæত ঘটনা স্থান পরিদর্শন করেন। আহতদের খোজ খোবর নেন। রাস্তায় পড়ে থাকা ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।  

Read More